ফরিদপুরের বোয়ালমারীতে খন্দকার জালাল (৬৫) নামের এক অটো আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর এলাকার গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাটি টানা ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার আরোহী আরো পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সিরাজুল ফকির ও আনিসুর রহমানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী থেকে আআলফাডাঙ্গার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত খন্দকার জালালকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫