আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৪:৪০ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৫, ২০২৪, ৫:৩৩ পি.এম
শামসুদ্দিন মোল্লা স্কলারশিপ পেল রাজেন্দ্র কলেজে কৃতী শিক্ষার্থীরা
সরকারি রাজেন্দ্র কলেজর একাদশ শ্রেণীর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছে শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশন।
এ বছর এই বৃত্তি পেয়েছেন, বিজ্ঞান বিভাগের সামিহা সায়রা সারিকা,বিজ্ঞান বিভাগের সিরাজুম মুনিরা, বিজ্ঞান বিভাগের মো: লাবিব মোল্লা, মানবিক বিভাগের সচিৎ শুভ্র বড়াই ও বাণিজ্য বিভাগের সোয়েদা দিলরুবা জেবা দোলা। তাদেরকে ক্রেস্টসহ নগদ ১০ হাজার করে টাকা ও সনদপত্র দেওয়া হয়।
এ উপলক্ষে আজ দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যাপক চন্দ্র মোহন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর রমা সাহা, বিশেষ অতিথি ছিলেন শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস শিরিন জাহান, যুবলীগের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান কাফি, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, কলেজের উপাধ্যক্ষ প্রফসর এস এম আব্দুল হালিম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফসর শহিদুল ইসলাম বাবু।
শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস শিরিন জাহান বলেন, আমাদের এই কার্যক্রম প্রতিবছর ধারাবাহিকভাবে চলবে। শিক্ষাথীদের উৎসাহিত করার জন্য আমাদের এই ফাউন্ডেশন প্রতিবছর মেধা বৃত্তি প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha