সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রজন্ম’৭১ কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে আমাদের ৩ দফা দাবি মানতে হবে। ১) রাজাকারের উত্তরসূরীদের সরকারি চাকুরিতে অযোগ্য ঘোষণা করতে হবে ২) যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। ৩) রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে।
অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রজন্ম’৭১ এর নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha