আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৭:৩৪ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৪, ৬:১৬ পি.এম
বৈষম্যমূলক কোঠা পুর্নবহালের রায় বাতিল, সংস্কারের দাবীতে “পথসভা ও মিছিল, স্মারকলিপি প্রদান
বৈষম্যমূলক কোঠা পুর্নবহালের রায় বাতিল এবং সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবীতে "পথসভা ও মিছিল স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ১১:২৫ মিনিটে শহরের জনতা ব্যাংকের মোড়ে বৈষম্যমূলক কোটা পুন:বহালের রায় বাতিলের দাবীতে পথসভা ও মিছিল করা হয়েছে।
সরকারি চাকুরীর সকল গ্রেডে কোটা সংস্কারের দাবীতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ফরিদপুর জেলা শাখার ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়।
ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয় । সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাঈম ইতু, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য এমডি আরাফাত শাহ, বিজয় বিশ্বাস, সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কায়েস হোসেন, সরকারী ইয়াছিন কলেজের শিক্ষার্থী ইমামুল হোসেন, সরকারী রাজেন্দ্র কলেজ, রসায়ন ২য় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ, সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আশামনি। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ কোটা প্রথা বাতিল করে সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করার দাবি জানান। তারা কোটা আন্দোলনের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha