আজকের তারিখ : মে ১২, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৩, ২০২৪, ১১:২৯ পি.এম
রেললাইনে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত

নরসিংদী সদর রেলস্টেশনে রেললাইনে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা ও কোলে থাকা এক শিশু নিহত হয়েছে । এসময় আহত হয়েছেন আরও এক শিশু সন্তান। আজ (১৩ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তার শিশু কন্যা মাইমুনা (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে ৩ বছরের মেয়ে ও ৪ বছরের শিশু ছেলেটিকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা। শিশুদের ঘুরাঘুরি ও খেলা করার একপর্যায়ে রেলস্টেশন প্লাটফর্ম ছেড়ে রেললাইনের পাশে দুই শিশু সন্তানকে নিয়ে ছবি তুলছিলেন মা সাবিনা।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে দৌড় দেয় শিশু সন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু সন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা। এসময় ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মা সাবিনা ও কোলে থাকা শিশু সন্তান মাইমুনা।
স্থানীয়রা আহত অপর শিশু সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha