ইতালির প্রথম সারির রাজনৈতিক দল ডেমোক্রাটিক পার্টি ( পিডি ) কর্তৃক আয়োজিত ফেসতা দেল্লা উনিতা শীর্ষক বার্ষিক ধারাবাহিক অনুষ্ঠানে এবছর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাস প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন মার্ক।
দেশটির রাজধানী রোমের প্রাণকেন্দ্র বিশ্ব খাদ্য সংস্থার পাশে উন্মুক্ত স্থানে প্রতিবছর টানা দুই সপ্তাহ ব্যাপি চলে এই আয়োজন । মূলত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির জটিলতা, সমসাময়িক সমস্যা সমূহের খুঁটিনাটি দিক গুলো নিয়ে বিশিষ্টজনরা আলোচনা ও মতবিনিময় করেন। ফলশ্রতিতে বিভিন্ন কর্মসূচি প্রণিত হয়, যা জনগণের প্রতিনিধিত্বকারী পরিষদ জাতীয় সংসদে উপস্থাপন করে দলটি। প্রয়োজনে আইন প্রণয়ন তথা এর প্রয়োগের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনের প্রচেষ্টা করা হয়।
১১ জুলাই বৃহস্পতিবারের বিশেষ পর্বে ”অপ্রাপ্ত বয়স্কদের ইন্টারনেট ব্যবহারের অধিকার ও সুযোগ এবং এর উপকারী ও ক্ষতিকর দিক শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহনে ছিলেন, টানা দুইবারের ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী সিলভিয়া কস্তা, বর্তমান পার্লামেন্ট এমপি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মারিয়ান্না মাদিয়া, অর্থমন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য এড. ইজিদে কাস্তানিয়লা, বিশিষ্ট মনোবিজ্ঞানী ও লেখিকা ভিরজিনিয়া চারাভলো, রোম সিটি কর্পোরেশনের কালচারাল কমিশনের প্রেসিডেন্ট এরিকা বাত্তালিয়া ও বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাস প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন মার্ক।
এড. গুস্তাভো পাভোনের পরিচালনায় আলোচকরা বলেন, অনিয়ন্ত্রিত নিরাপত্তাহীন অবাধ ইন্টারনেট ব্যবহারে আমাদের শিশু-কিশোররা যেভাবে অভ্যস্ত হয়ে পড়ছে এতে করে বিভিন্ন ইতিবাচক দিকগুলোর পাশাপাশি ভয়াবহ ক্ষতিকারক পরিস্থিতির স্বীকার হচ্ছে। ইন্টারনেটের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি বিভিন্ন ধরনের গেমস, একান্ত ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ছবি এমনকি ভিডিও আদান-প্রদানে প্রতিনিয়ত শিশু কিশোরদের অজান্তে ঠেলে দিচ্ছে এক অন্ধকার জগতের দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে একদিকে মেধা ভিত্তিক বুদ্ধিবৃত্তিতে তৈরি হচ্ছে পরনির্ভরশীলতা, অন্যদিকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে এসব শিশু-কিশোররা। আত্মহত্যার মত মর্মান্তিক গঠনা ঘটেছে বহুবার। শুধু তাই নয় অভিভাবকদের পক্ষ থেকে যখন তাদের উপর কোন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে মারাত্মক ভুল বোঝাবুঝি মনোমালিন্য, যা আদালত পর্যন্ত গড়াচ্ছে। এতে করে নিরবে নিভৃতে ভুক্তভোগীর সংখ্যা আশঙ্কা জনক হারে বাড়ছে ।
ইতালির অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার চর্চায় এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে, এমনটি ধারনা করেন আলোচকরা।
উল্লেখ্য আলোচনা শেষে ইতালির সাবেক স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিনা সেরেনি‘র সাথে বিমাস প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন মার্ক সৌজন্য সাক্ষাৎ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha