রাজশাহীর বাঘায় শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায়, বাঘা উপজেলার হরিরামপুর (মচমচিপাড়া) গ্রামের বাসিন্দা আলাউদ্দিন আলীর ছেলে, মাদক ব্যবসায়ী রাজিব আলী(২২) কে ৬০০ (ছয়শত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।
পুলিশ সুপার, সাইফুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম এর তত্ত¡াবধানে, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। হরিরামপুর গ্রামের রমজান মেম্বারের মোড় হতে গাংপাড়াগামী ধৃত আসামীর বসত বাড়ীর মেইন গেটের সামনে ইটপাড়া রাস্তার উপর হইতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজিব আলীকে গ্রেফতার করা হয়।
আব্দুর রহিম জানান, ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে। ( মামলা নং-১৩, তাং-১৩/০৭/২০২৪ খ্রিঃ) ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫