আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশকাল : জুলাই ১২, ২০২৪, ৯:২৭ পি.এম
হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনে নামছে ফরিদপুরের সাংবাদিকরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনে নামছে ফরিদপুরের সাংবাদিকরা। ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে ৭২ ঘন্টা আল্টিমেটাম পরবর্তী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় উক্ত সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা।
সভায় জানানো হয় ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে নিয়মিতভাবে হয়রানি করা হচ্ছে।
স্বাস্থ্য সেবার মান প্রতিনিয়ত খারাপ হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। তাই স্বাস্থ্য সেবার উন্নতি কল্পে এই আন্দোলনে ফরিদপুরের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এতে জানানো হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসরন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে আগামী রবিবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য নাজিম বাঁকাউল, বিকে শিকদার সজল, আলিমুজ্জামান রনি, এস এম মনিরুজ্জামান, মাসুদুর রহমান তরুণ, জাহিদুল ইসলাম ইভু, শেখ মফিজুর রহমান শিপন। এ সময় প্রেস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha