আজকের তারিখ : জানুয়ারী ১৪, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশকাল : জুলাই ১১, ২০২৪, ৬:৪৫ পি.এম
তানোরে সড়ক দূর্ঘটনায় শোডাউনের এক মাইক্রোবাস চালক নিহত
রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুফি কামাল মিন্টু। এদিকে উপজেলা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করার আগেই, গত ১০ জুলাই বুধবার দিবাগত রাতে সুফি কামাল মিন্টু শোডাউনসহ নেতাকর্মীদের নিয়ে এমপি ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শোডাউনের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। নিহতের নাম বিদ্যুৎ হোসেন (২০) তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের (ইউপি) মহানগর নিচপাড়া গ্রামের আবু বাক্কার আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দিবাগত রাতে তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজের কাছে মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিকে আশা (ওভারলোড) ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। নিহতের পিতা বাদি হয়ে চালক সাইফুল ইসলাম ও হেলপার জাহিদকে আসামী করে থানায় মামলা করেছেন। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে চালক বিদ্যুতের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একই সঙ্গে তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী কে ? এমন প্রশ্ন উঠেছে জনমনে। নিহতের স্বজনদের দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই মিন্টুর শোডাউন নির্বাচন বিধিমালা পরিপন্থী, এর দায় মিন্টু চাইলেও এড়াতে পারে না ?
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha