আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৩:০২ এ.এম || প্রকাশকাল : জুলাই ১০, ২০২৪, ৪:৫৮ পি.এম
ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো ফরিদপুর পিবিআই
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ফরিদপুর ইউনিটের তদন্ত দল একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে। আজ
বুধবার পিবিআই, ফরিদপুর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, ফরিদপুরের কোতয়ালী থানার চর নসিপুর গ্রামের জসিম শেখের কিশোর পুত্র জিহাদ (১৪) এর মৃত দেহ ২০২২ সালের ০৩ রাজবাড়ী জেলার কালুখালী থানার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের দাদা আব্দুল লতিফ শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
তিনি জানান, মামলাটি রাজবাড়ী জেলা পুলিশ তদন্ত করে উদঘাটন করতে না পেরে ওই বছরের শেষ দিকে হেডকোয়ার্টারের মাধ্যমে পিবিআই, ফরিদপুরের উপর তদন্তভার দেয়া হয়। পিবিআই ফরিদপুরের পরিদর্শক মো. জালাল উদ্দিনের নেতৃত্বে তদন্তে ওই কিশোরকে বলাৎকার পুর্বক হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয় তদন্ত দল।
পরে তদন্ত দল বিশেষ দক্ষতার সাথে বলাৎকারকারী কিশোর শাকিলের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক শাখায় পরীক্ষা করে মিল পায়। এতে তদন্ত দল ওই কিশোরকে বলাৎকার করে হত্যা করা হয়েছে বলে শতভাগ নিশ্চিত হন।
তিনি আরো জানান, ওই কিশোর এ হত্যাকান্ডের ২০২৩ সালে আরো এক কিশোরকে বলাৎকার করে হত্যার চেষ্টাকালে আটক হয়ে বর্তমানে গাজীপুরের শিশু কিশোর সংশোধনাগারে রয়েছে। সাংবাদিক সম্মেলনে তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক
মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha