আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৫:৪৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ৯, ২০২৪, ১০:৪৪ পি.এম
বেনাপোলের দৌলতপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। আটক মনোয়ার হোসেন বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে তাকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত ১ কেজি ৬৮ গ্রাম ওজনের সোনার বারের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশীদ আনোয়ার এ বিষয়ের সত্যতা জানিয়ে 'সময়ের প্রত্যাশা'কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে পাচারকারীরা সোনার বার ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮০ আর পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে অবস্থান নেয়।
এ সময় এক ব্যক্তিকে আসতে দেখে টহল দল আটক করে। পরে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় আটক চোরাকারবারিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha