কুষ্টিয়ায় অস্ত্রসহ বিপুল শেখ (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১টি ওয়ান সুটারগানসহ তাকে আটক করা হয়। সে একই উপজেলার কামালপুর গ্রামের হাবিল শেখের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ভাদালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১টি ওয়ান সুটারগানসহ তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।
এ সুত্র আরও জানান, জিঞ্জাসাবাদ শেষে আজ সকালে তাকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫