আজকের তারিখ : মে ১৮, ২০২৫, ৪:২১ পি.এম || প্রকাশকাল : জুলাই ৭, ২০২৪, ৮:১৯ পি.এম
গোয়ালন্দে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও রথযাত্রা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান মহোৎসব- ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে এবং ১৮ তম শ্রী শ্রী জগন্নাথদেবের ১০দিন ব্যাপী রথ উৎসব ও ১৭তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী অনুষ্ঠিত হবে।
রবিবার (৭ জুলাই) বিকালে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ঞ সেবা সংঘ মঠমন্দির শ্রীঅঙ্গন এ ১০দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রথযাত্রা কমিটির সভাপতি অপূর্ব সাহা দ্বিজেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তিতাস চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ও তার সহধর্মিণী স্নিগ্ধা রানী রায়।
রথ যাত্রার শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহবায়ক শ্রী নির্মল চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন কমিটির সদস্যবৃন্দ। বিনয়াবত করেন মহানামযজ্ঞ কমিটির সভাপতি গোকুল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী।
আলোচনা সভা শেষে মঠমন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha