ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সোমবার বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১ খ্রি. এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উদ্বোধনী খেলায় মোট চারটি দল অংশ নেয়। প্রথম খেলায় চরভদ্রাসন ইউনিয়ন একাদশ দল চরঝাউকান্দা ইউনিয়ন একাদশকে ৫-০ গোলে হারিয়ে জয়ী হয়।
দ্বিতীয় খেলায় উপজেলার গাজীরটেক ইউনিয়ন একাদশ চরহরিরামপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ী হন। আগামী ১ জুন বিজয়ী দুই দলের মধ্যে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুডিষ্ঠত হবে বলে জানা যায়।
এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন বিশেষ অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তাজা আহসান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী ও ফরহাদ হোসেন মৃধা প্রমূখ।
উদ্বোধনী খেলা দু’টির রেফরিংয়ের দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এছাড়া মোঃ কামরুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম খেলায় অতিরিক্ত রেফরিংয়ের দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫