রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ৩১ মে সকালে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০২০-২০২১ অর্থ বছরে পাংশা উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা পৌরসভার মেয়র মো.ওয়াজেদ আলী মন্ডল, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন ও পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পাংশা উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি বীরেন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারে কলেজ পর্যায়ে ৫জন শিক্ষার্থী প্রত্যেকে ৯হাজার ৬শত টাকা, হাইস্কুল পর্যায়ে ২১জন প্রত্যেকে ৬হাজার টাকা, ২০জন বাইসাইকেল ও ৫৭ জন শিক্ষা উপকরণ সুবিধা পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫