আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৮:০০ পি.এম || প্রকাশকাল : জুলাই ৪, ২০২৪, ১০:২৭ পি.এম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১৪০ কেজি আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ১৪০ কেজি আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুলাই) বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতগামী আন্তর্জাতিক বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশি উপ দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের নিকট উপহারের আমের কার্টন পাঠানো হয়।
এ বিষয়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রবীন্দ্রনাথ সিংহ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে উপহারের ১৪০ কেজি আম ৭টি কার্টনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাঠানো হয়। যা ঢাকা কলকাতা চলাচলকারী বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতাস্থ বাংলাদেশি উপ দূতাবাসে পাঠানো হয়েছে। আমের কার্টন কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন রিসিভ করবেন এবং সেখান থেকে ভারত সরকারের কাছে এ উপহার হস্তান্তর করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে এ আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার স্বরূপ ১৪০ কেজি আম ঢাকা কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha