আজকের তারিখ : ডিসেম্বর ২৮, ২০২৪, ১:০০ পি.এম || প্রকাশকাল : জুলাই ৪, ২০২৪, ৯:৩৮ পি.এম
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক ভারতের হাসপাতালে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের ছোঁড়া গুলিতে আজমুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। আহত আজমুলকে উদ্ধার করে ভারতের নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমুল হোসেন গরু আনতে ৬/৭ জন বাংলাদেশিকে নিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্ত অতিক্রম তরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ৮২ বিএসএফ ব্যাটালিয়ন মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। মুহূর্তে বিএসএফের ছোঁড়া গুলি আজমুল হোসেনের পায়ে লেগে গুরুতর আহত হন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে এ সময় তার অন্য সহযোগীরা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে বিএসএফ সদস্যরা আহত অবস্থায় পড়ে থাকা আজমুল হোসেনকে উদ্ধার করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha