আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশকাল : জুলাই ৪, ২০২৪, ৮:০৮ পি.এম
স্কুল ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টায় যুবক আটক

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। পরে ওই বখাটেকে আটক করে ডহরনগর ফাঁড়ি পুলিশের নিকট সোপর্দ করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করবেন বলে জানা গেছে।
রূপাপাত ইউনিয়নের ইউপি সদস্য বন্ডপাশা গ্রামের মো. মঞ্জুরুল ইসলাম জানান, ওই দিন সকাল ৯টার দিকে দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তামারহাজি-রূপাপাত সড়কের একটি ফাকা যায়গায় পৌঁছলে শেখর ইউনিয়নের বামনগাতি গ্রামের শুকুর মোল্যার ছেলে রাজমিস্ত্রি হাসিবুল (২৪) তাকে টেনে হিচড়ে রাস্তার পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বখাটের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাড়িতে ফিরে যায়। মেয়ের পিতা পরে তাকে সাথে করে স্কুলে পৌঁছে দেয়।
এর কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আরেকটি মেয়ে স্কুলে যাওয়ার সময় তার গতি রোধ করে হাসিবুল। ওই ছাত্রী বলে, তুই যদি কোন ঝামেলা করিস তবে তোকে বাড়ি থেকে ধরে এনে পুলিশে দিবো। কারণ তোকে আমি চিনি। পরে হাসিবুল ওই ছাত্রীর রাস্তা ছেড়ে দিয়ে আগের ছাত্রীর বাড়িতে যায় ক্ষমা চাইতে। তখন বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে খবর দিলে ডহরনগর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে ফাঁড়ি থেকে তাকে বোয়ালমারী থানায় পাঠানো হয়।
এ ব্যাপারে বন্ডপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, বিষয়টা শুনেছি। ছাত্রীর পিতা আসছিলো পরামর্শ নিতে। তারা থানায় যাচ্ছে আইনগত ব্যবস্থা নিতে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত হাসিবুলকে ফাঁড়ি থেকে থানায় আনা হয়েছে। ভিকটিম ও তার পরিবার থানায় আসলেই মামলা হবে। কারণ এ সকল ঘটনায় মামলার কোন বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha