আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১০:১৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ৪, ২০২৪, ৫:৩৮ পি.এম
আমতলীতে ফেইসবুকে স্টাটাস দিয়ে চায়ের দোকানদারের আত্মহত্যা
বরগুনার আমতলী পৌর শহরের এক চায়ের দোকানদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা ভূমি অফিসের জামে মসজিদ সংলগ্ন এলাকায়।
জানা গেছে, বরিশাল বিমান বন্দর থানার লাকুটিয়া গ্রামের ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজী (৩০)। আমতলী উপজেলা ভুমি অফিস সংলগ্ন চায়ের দোকান ও ভ্যারাইটিস মালামালের ব্যবসা করতো।
বৃহস্পতিবার দুপুর ১টার সময় খোকন কাজী নামের ফেসবুক আইডিতে পোষ্ট দেন “সবাই আমাকে মাফ করে দিবেন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষন পর আমি আত্মহত্যা করবো।” এরপর স্ট্যাটাস দিয়ে দোকানের দরজা ভিতর থেকে আটকিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য, খোকন কাজী উপজেলা ভুমি অফিস সংলগ্ন মসজিদের নিকট দীর্ঘ ৫ বছর যাবত ব্যবসা করছিলেন। তিনি অনেকদিন ধরে আর্থিক সংকটে ঋণগ্রস্থ ছিলেন বলিয়াও স্থানীয়রা জানান।
এ বিষয় আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha