আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ২:৫১ পি.এম || প্রকাশকাল : জুলাই ৩, ২০২৪, ১০:৪৯ এ.এম
গোপালগঞ্জ এর ডিসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান

গোপালগঞ্জ এর জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন পরিবার। গতকাল মঙ্গলবার (২জুলাই) জেলা প্রশাসন মিলনায়তন (স্বচ্ছতায়) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম এর সিভিল সার্ভিসে যোগদানের ১৯ বছর পূর্তি উপলক্ষে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মহসিন উদ্দীন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
বিশ্বস্ত সূত্রে দৈনিক সময়ের প্রত্যাশার ব্যুরো চীফ জানতে পেরেছে, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তার ১৯ বছরের সিভিল সার্ভিস লাইফে কোন অনিয়ম ও দুর্নীতির সাথে আপোস করেনি। গোপালগঞ্জ এর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন কালেও যথেষ্ট স্বনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এছাড়াও ভালো ব্যবহারে কারণে গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষদের কাছেও ব্যপক জনপ্রিয়তা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha