আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ১, ২০২৪, ৬:৩৭ পি.এম
গোয়ালন্দে ওসির পদবী ব্যবহার করে প্রতারণার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসির (তদন্ত) পদবী ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারক নিজের নাম মাসুদ বলে পরিচয় দেয়। কিন্তু গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসির নাম উত্তম কুমার ঘোষ।
প্রতারক মাসুদ গোয়ালন্দ বাজার প্রধান সড়কে স্হাপিত এ জে ফ্যাশন হতে ৭ টি নতুন পোশাক হাতিয়ে নেয়। যার মূল্য ১২ হাজার টাকা। রবিবার (৩০ জুন) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ জে ফ্যাশনের স্বত্বাধিকারী ফয়সাল চৌধুরী জানান, রবিবার দুপুরে প্রতারক ব্যাক্তি (মাসুদ) তার দোকানে প্রবেশ করে পোশাক দেখতে থাকেন। এ সময় আমি দোকানের বাইরে ছিলাম। ওই ব্যাক্তি দোকান থেকে ৭ টি পোশাক পছন্দ করে দোকানের নারী সেলসম্যান জয়াকে বলে আমার ফোনে ফোন করতে। জয়া তার ফোন হতে আমাকে রিং করে আমার সাথে ওই প্রতারকের কথা বলিয়ে দেয়।
এ সময় সে নিজেকে থানার তদন্ত ওসি পরিচয় দিয়ে ৭ টি ড্রেস নিয়ে যাচ্ছে এবং সন্ধ্যায় এসে বিল পরিশোধ করবে বলে জানায়। আমি সরল বিশ্বাসে তাতে রাজি হই। কিন্তু সন্ধ্যায় সে ফিরে না আসাতে সন্দেহ হয়। এরপর বিষয়টি থানায় জানালে প্রতারণার বিষয়টি টের পাই। দোকানে অবস্থানকালীন তার কোমরে একটি ওয়াকিটকি, মুখে কালো রংয়ের মাস্ক এবং গায়ে কারো রংয়ের শার্ট পরিহিত ছিল।
এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এই প্রতারক (মাসুদ) গত শনিবার রাজবাড়ী শহরের একটি মুদি দোকানে গিয়ে নিজেকে ডিএসবির এসআই বলে পরিচয় দেয় এবং সেখান থেকে ৫/৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, প্রতারণার ঘটনাটি শোনার পর আমরা ঘটনাস্হল পরিদর্শন করি এবং দোকানের সিসি ক্যামেরা দেখে প্রতারক ব্যাক্তিকে সনাক্তের চেষ্টা করছি। তবে এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়া দরকার। কেউ নিজেকে ওসি কিংবা অন্য কোন কর্মকর্তা বলে পরিচয় দিলেই সেটা যাচাই না করে বিশ্বাস করতে হবে সেটা কিন্তু ঠিক না !
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha