আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:২৬ পি.এম || প্রকাশকাল : মে ৩০, ২০২১, ২:০৫ পি.এম
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় তারার উদ্যানের উদ্বোধন
মোহনীয় স্বর্গীয় প্রকৃতির অনিন্দ্য সুন্দর সৃষ্টি প্রজাপতি। রংয়ের বৈচিত্র্য তার পাখায়। পাখায় খেলে রংয়ের খেয়ালিপনা। বাহারি রঙ্গের ফুল, লতাপাতা আর ঝোপঝাড়ে বিচিত্র বর্ণের উড়ন্ত প্রজাপতি মন জুড়িয়ে দেয়। রঙ্গধনুর সব রঙ যেন প্রজাপতির পাখায় উঁকি দেয়। নানা প্রজাতির ফল ও ফুল কলির ছোঁয়ায় আলো-আধারিতে প্রজাপতির বিচরণ সৌন্দর্যমন্ডিত প্রাকৃতিক বৃক্ষরাজিকে করে তোলে দৃষ্টিনন্দন-মনোলোভা।
সকাল-দুপুর-সন্ধ্যায় প্রজাপতি দর্শণ অনুভবে যখন আধারে ঘনিয়ে আসে তখন রাতের আকাশ বরাবরই আমাদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। রাতভর তারারা খেলা করে, জানান দেয় তাদের উপস্থিতি, ঔজ্জ্বল্য দিয়ে ভরে তোলে হৃদয়। একরাশ সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের আকাশ। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বোঝা যায় সৌন্দর্যের গঠন, অতঃপর উদাস মনে ঘুরে বেড়ানো তারা থেকে তারাতে। মহাবিশ্বের সসীম অংশে আমাদের চোখ পড়ে থাকে আর মন পড়ে থাকে অসীম অংশে।
দিনের প্রস্ফুটিত আলোয় ফল ও ফুলের সৌরভে নিঃশব্দে পাখা দোলানো প্রজাপতির সমাগমের প্রত্যাশা আর রাতে হাজারো তারার আলোক ঔজ্জ্বল্য বিভায় মানব মনের সীমাহীন প্রশান্তি অবগাহনেচ্ছায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহানায়ক বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে তারা উদ্যান।
রবিবার সকাল ১০ টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার ছাদে এ উদ্যান সৃজন করা উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তানিয়া আক্তারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ কে একটি ভিন্ন আঙ্গিকে সাজানো চেষ্টা করা হচ্ছে। আমরা এটার নাম দিয়েছে তারা উদ্যান। বিভিন্ন প্রজাতির ফুল আর ফল গাছের সমারোহ থাকবে এখানে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha