হত্যা মামলার হাজিরা দিয়ে আটক হলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল।
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া রোববার (৩০ জুন) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দশ দেন।
উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো বিষয়টি কোর্ট ইন্সপেক্টর মোঃ সিরাজুল ইসলামও নিশ্চিত করেছেন।
জানা গেছে, কামরুজ্জামান ভূঁইয়া এর আগে মাননীয় হাইকোর্ট-এর আদেশে জামিনে ছিলেন। আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেয়ায় তিনি আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছিলেন।
উল্লেখ্য, গত ৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৪ মে রাত সাড়ে ৮ টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলি ভূঁইয়ার সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫