কুষ্টিয়ার দৌলতপুরে এইচএসসি পরিক্ষায় দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্র থেকে ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। রবিবার পরিক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন নিয়ে পরিক্ষা কক্ষে দায়িত্ব পালন করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
বহিস্কার বা অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদ হোসেন এবং আহসাননগর কারিগরি কলেজের প্রভাষক মামুন অর রশিদ ও মাজহারুল হক।
দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ রেজাউল করিম জানান, নিষেধাজ্ঞা সত্বেও মোবাইলফোন নিয়ে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় ৪ জন শিক্ষকের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করে তাদেরকে বহিস্কারের নির্দেশ দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, পরিক্ষা কেন্দ্রে মোবাইলফোন নিয়ে দায়িত্ব পালন করার সময় ৪ জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।