আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৫:৩১ পি.এম || প্রকাশকাল : মে ৩০, ২০২১, ৫:০১ পি.এম
বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চার মাসে তিনবার ভোট!
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে ফের উপ-নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। নব নির্বাচিত ওই ওয়ার্ডের কাউন্সিলর একটি মামলায় জামিন না পাওয়ায় পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় এই উপ-নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। ওই ওয়ার্ড কাউন্সিলর একটি মামলায় জেলে থেকেই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। পরে তিনি প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়র অথবা কাউন্সিলরের নিজ পদ হতে অপসারণ সংক্রান্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২ এর উপধারা (১) এর (ক) অনুযায়ী কোন মেয়র অথবা কাউন্সিলর তার নিজ পদ হতে অপসারণযোগ্য হইবেন, যদি তিনি পৌরসভার নোটিশ প্রাপ্তি সত্ত্বেও যুক্তিসঙ্গত কারণ ব্যতীত পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন।
বোয়ালমারী পৌরসভা সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডটির নির্বাচিত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা একটি মামলায় জেলে থাকায় পৌরসভার কর্মপরিষদের পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে বোয়ালমারী পৌরসভা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে বোয়ালমারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করে জেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে ওই ওয়ার্ডটিতে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলে থেকে সাতজন প্রতিদ্বন্দ্বীকে পিছে ফেলে ৯৩৮ ভোটে পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মোল্যা।
এ ব্যাপারে বোয়ালমারী পৌরমেয়র সেলিম রেজা লিপন জানান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যাকে বার বার চিঠি দেওয়া হয়েছে। তারপরেও ৩টি মাসিক সভায় তিনি অনুপস্থিত। এ ব্যপারে স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২ এর উপধারা ১ এর (ক) ও (খ) অনুচ্ছেদের আলোকে মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবগত করা হবে। স্থানীয় সরকার মন্ত্রাণালয় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha