আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশকাল : জুন ২৯, ২০২৪, ৮:২৩ পি.এম
নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী’র মরদেহ উদ্ধার

নাটোর জেলার লালপুরের চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাছেড়া গ্রাম থেকে শিউলী বেগম (২৩ ) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৯ জুন ( শনিবার) উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাছেরা গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রীর শয়নকক্ষ থেকে তার হাত মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে ৩ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে বাড়িতে ছিল। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। ৩ দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘শিউলির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha