আজকের তারিখ : জুলাই ৩, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশকাল : জুন ২৯, ২০২৪, ১০:১৪ এ.এম
মুকসুদপুরে মন ও মনন লাইব্রেরীর শুভ উদ্বোধন

"জ্বালবো আলো আপন মননে" এই শ্লোগানকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মন ও মনন লাইব্রেরীর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (২৮জুন) বিকেলে উপজেলার বাটিকামারী বাজার পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, মন ও মনন লাইব্রেরী শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা।
সাহিত্যিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, মন ও মনন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা বেগম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের আর ডিসি অমিত কুমার সাহা, বাটিকামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইবাদত মাতুব্বর, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha