আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ৯:৫৫ এ.এম || প্রকাশকাল : জুন ২৮, ২০২৪, ৮:৫১ পি.এম
ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সদস্য পরিচয়ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সদস্য পরিচয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ উপলক্ষে আলোচনা সভায় ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সজল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র ও ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অমিতাভ বোস।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বর্ণ শিল্পী শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বর্ণ শিল্পী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ও ফরিদপুর পৌরসভার ১২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস জয়গুন বেগম, বাজুস ফরিদপুর এর সভাপতি নন্দকুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শীতল কর্মকার, উপদেষ্টা বাদল পাল, উপদেষ্টা দীনবন্ধু পাল, অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিয়া দত্ত।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা স্বর্ণনীতিমালা বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। এক্ষেত্রে বাজুসের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। বক্তার আক্ষেপ করে বলেন আমাদের কোন মজুরি না থাকায় আমরা কাজ করতে পারছি না। বেকার হয়ে পড়েছি, তারা মজুরি বোর্ডের তালিকা প্রদান করার জন্য কর্তৃপক্ষের নিকট আহবান জানান। একই সাথে ব্যাংক লোনের মাধ্যমে যাতে আমরা ব্যবসা করতে পারি সে ব্যাপারে সরকারের নিকট দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন ব্যবসা করতে হলে মালিক ও শ্রমিকদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে হবে একই পরিবারের সদস্যদের মতো ব্যবহার করতে হবে। তাহলে উভয়েই উপকৃত হবে । অনুষ্ঠানের পরবর্তী পর্বে নির্বাহী কমিটির ১৯ জন সদস্যের হাতে পরিচয় পত্র প্রদান করা হয়। এ সময় সংগঠনের কর্মকর্তা ও স্বর্ণ শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha