মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটিতে সুবিদপুর যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ইউনিয়ন নেতাকর্মীরা আন্দোলনে নেমেছে। বুধবার (২৬শে জুন) বিকেলে বি.জি.ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে অবমূল্যায়নের ক্ষোভ প্রকাশ করে।
দলীয় সূত্রে জানা গেছে (২৫শে জুন) উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত কমিটি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়। এর পর থেকেই আলোচনা- সমালোচনার ঝড় উঠে।এ বিষয়ে সুবিদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শহিদ তালুকদার জানান সদ্য কমিটিতে থাকা সদস্য সচিব জসিম খান দীর্ঘদিন যাবৎ দেশের বাহিরে ছিলো।তার দুই ভাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তারপর ও এই কমিটিতে তিনি কিভাবে সদস্য সচিব হয় প্রশ্ন নেতাকর্মীদের।
এরই জের ধরে সদ্য কমিটির সদস্য সচিব জসিম খান তালতলা বাজারে এলে নেতাকর্মীরা ক্ষীপ্ত হয়ে জসিম খানকে ধাওয়া দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই কমিটিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান পদধারী একাদিক নেতা কর্মীর নাম রয়েছে।কিন্তু বহু ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে টাকার বিনিময়ে উপজেলা সভাপতি সম্পাদক পকেট কমিটির অনুমোদন দেয় বলে অভিযোগ করেন।পরে টাকার বিনিময়ে ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করে যে কমিটি দিয়েছে সেই কমিটি তারা প্রত্যাখ্যান করে মোট ১৬ জন কমিটি থেকে পদত্যাগ করছে। সেই সাথে নতুন করে কাউন্সিলের মাধ্যমে প্রকাশ্যে একটি সুন্দর কমিটি আমরা দাবী করেন।
সদ্য কমিটির সদস্য সচিব জসিম খান জানান আমি স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।আমি নলছিটি উপজেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলাম, তারপর আমি প্রবাসে চলে যাই। ২০১৯ সালে দেশে এসে আবারও বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে পরি এবং দলের দুর্দিনে সকল প্রোগ্রামে আমি ডোনেট করে আসছি। সকল প্রোগ্রামে আমার উপস্থিতি রয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এরকম অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।আমরা প্রতিটি ইউনিয়নে পরিচিতি সভা করেছি সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সাথে যোগাযোগ করেই এই আহবায়ক কমিটি করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি ওয়ার্ড কমিটি সম্পূর্ণ করার পর কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha