আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশকাল : জুন ২৫, ২০২৪, ৪:১৯ পি.এম
আমতলীতে শনিবার আয়রন ব্রীজ ভেঙ্গে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ !

বরগুনার আমতলীতে গত শনিবার দুপুরে আয়রন ব্রীজ ভেঙ্গে ৯ জন নিহতের পর উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুটি ইউনিয়নের মানুষ। সাধারন মানুষের চলাচলের জন্য নিজ অর্থায়নে সাকো নির্মানের ব্যবস্থা করেন ৩১৪ বরগুনা আসনের সংরক্ষিত সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি।
মঙ্গলবার দুপুর ১ টায় সাকো নির্মান কাজের উদ্ভোধন করেন সাংসদের পক্ষে চাওড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান বাদল খান, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সোহেলী পারভীন মালা, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক জুলফিকার রসুল সোহাগ প্যাদা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহবুব ইসলাম, মো. মহিবুল্লাহ কিরন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসফাক আহমেদ তোহা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অমিত রসুল অপি, ইউপি সদস্য মো. রুহুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha