আজকের তারিখ : এপ্রিল ৯, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশকাল : জুন ২৪, ২০২৪, ৮:৩৫ পি.এম
নাটোরের লালপুরে আগুনে পুড়ে সর্বস্বান্ত আশ্রয়ণ প্রকল্পের ৩ পরিবার

নাটোরে লালপুরে আশ্রয়ণ প্রকল্পে আগুনে ৩টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় আনুমানিক ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম (বাঘা), বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ছিলেন ক্ষতিগ্রস্ত আমজেদ আলী তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আগুনে আমার গরু বিক্রি করা নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, সাড়ে ৪ মন ধান ও আড়াই মন চাউল, গোয়াল ঘর সহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে, আমার পরিবারের পরনের কাপড়ও নেই।
লালপুর ফায়ার সার্ভিস সাব অফিসার আব্দুস সালাম জানান, দুপুরে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু বলেন, দুপুর পৌনে ১ টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী সহায়তা করেন এবং ঘরসহ যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha