২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/ ২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে আউশ (উফশী) ধানের সমলয় চাষাবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর ব্লকের শিমুলতলা মাঠে ৬০ বিঘা জমিতে ব্রি ধান ৯৮ জাতের ধানের চারা রোপণের উদ্ভোধন করা হয়েছে।
এই কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
উদ্ভোধন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এতো আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার ফুয়াদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ, এলাকার কৃষক -কৃষাণী প্রমূখ।
শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে কৃষকেরা ধান আবাদে লাভবান হতে পারতেন না। এ সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণের লাভবান হচ্ছে। এই যন্ত্রের মাধ্যমে সমগভীরতায়, সমদূরত্বে এবং অল্প শ্রমে কৃষকরা ধানের চারা রোপণ করছে। এতে সময় কম লাগছে, খরচ কম হচ্ছে এবং ফলন বাড়ছে।
সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha