চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঝাইটন মন্ডলটোলা গ্রামের বেনজির আলীর ছেলে হাসান আলী (১০)।
রোববার (২৩ জুন) বিকেল ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে সকাল ১০টার দিকে পদ্মা নদীর রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার তারাপুর ঝাইটন মন্ডলটোলা গ্রামের ১০-১২ জন শিশু এক সঙ্গে পদ্মা নদীর রামনাথপুর ট্যাকে গোসল করতে যায়। এ সময় ডুবে যায় হাসান আলী। অন্যান্য শিশুরা তার বাড়িতে খবর দিলে এলাকার লোকজন নদীতে খোঁজাখুুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুকে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।