কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আজ রবিবার (২৩ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি প্রথমে সমন্বয় সভায় যোগ দেন। দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভা শেষে একই স্থানে আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজসহ আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের দায়িত্বভার গ্রহণের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, প্রথমে দায়িত্বভার গ্রহণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আজ দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্মিত মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীসহ আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha