ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আজিজার শেখ (৪৮)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের বাইরপাড়া গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে। সংসার জীবনে মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান।
জানা যায়, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম আহাদুল হাসানের সমর্থক বারইপাড়া গ্রামের জুনু মেম্বার ও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের সমর্থক ইকরাম মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে। এর মধ্যে আজিজার শেখ ও রিপন সরদারের আঘাত ছিল গুরুতর। তাদের ওই দিন রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজার শেখের মৃত্যু হয়।
ওসি মো. সেলিম রেজা জানান, সুনছি আজিজার নামের ব্যক্তি মারা গেছে। এ পর্যন্ত আমাদের থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha