আজকের তারিখ : ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১১:৫৩ এ.এম || প্রকাশকাল : জুন ২২, ২০২৪, ১০:৫৯ এ.এম
খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
"দেশের বায়ু দেশের মাটি' গাছ লাগিয়ে করব খাঁটি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বুধবার সকালে খোকসা উপজেলা পরিষদের" মুক্তির মন্ত্র" চত্বরে সৌন্দর্য্যবর্ধক চারুল-কাঠ গোলাপ ও কৃষ্ণ চূড়া, নিম গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি প্রধান উদ্যোক্তা মিডিয়া ব্যক্তিত্ব গরবো বাংলাদেশের প্রধান সম্পাদক উজ্জল রায় বলেন, আমি বলে কিছু নাই সবাই মিলে আমরা। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের খোকসায় কল আছে জল নাই। তীব্র তাপদহনে মানুষ ওষ্টাগত তাদের যাপিত জীবনে। তাই নিজ উপজেলা খোকসায় বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি যা খোকসার মানুষকে নিয়ে বাস্তবায়ন করবো।
উজ্জ্বল রায় বলেন, এহেন অবস্হায় বৃক্ষ রোপণের বিকল্প নাই।সবাইকে স্ব স্ব আঙিনায় বৃক্ষ রোপণের আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত উপস্থিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, এ কর্মসূচিকে সাধুবাদ জানান।
এ সময় আরও উপস্হিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, আমরা সবাই খোকসাবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা রবিউল আলম বাবুল, সমাজকর্মী আহসান নবাব, খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব আনোয়ার হোসেন, কর্মসূচির সমন্নয়ক ইফতেখার মাশরুর গালিব, নাহিদুজ্জামান শয়ন, সামিউল, আহসান উল্লা কিরণ, বদরুজ্জামান দূর্জয়, সানভির রায়হান সেলিম, শাহরীয়ার মামুন, সালেহীন খান ধ্রুব, এস এম ইমরান প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রয়েছেন বাংলাদেশ স্কাউট খোকসা উপজেলা শাখা, রেড ক্রিসেন্ট, জোনাকির আলো ফাউন্ডেশন, হালিমা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক দল।
উদ্বোধন পরবর্তী খোকসার প্রতিটি ইউনিয়নে গ্রামীণ রাস্তার দুই পাশে পরিবেশ বান্ধব নিমের চারা, উপজেলা ব্যাপী মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফলজ গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০হাজার গাছের চারা রোপন করা হবে।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্যোক্তা মিডিয়া ব্যক্তিত্ব উজ্জ্বল রায় আরো বলেন, বাংলাদেশে বনায়ন থাকার কথা ছিল শতকরা ২৫ ভাগ কাগজে-কলমে আছে সাত ভাগ বাস্তবতা আরো কঠিন। খোকসাতে কল আছে জল নেই, তীব্র তাপদাহ। যখন বাংলাদেশে তীব্র তাপদাহে ২০০জন মানুষের প্রাণহানি। তখন আমার চিন্তা ভাবনা থেকে আমার জন্মস্থানে ক্ষুদ্র প্রয়াস নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা সবাই খোকাবাসী গ্রুপের সার্বিক সহযোগিতায় আজকের এই কর্মসূচি। জাতিসংঘে ঘোষিত শতভাগ অক্সিজেন সরবরাহ করে থাকে বটগাছ, অশ্বথ গাছ এবং নিমগাছ থেকে বেশি অক্সিজেন পাওয়া যায়। তাই আমাদের সাধ্যের মধ্যে নিমগাছ রয়েছে। প্রতিটি ইউনিয়নে আমরা নিম গাছের চারা রোপন করব। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল ধরনের বৃক্ষ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তাগণ বৃক্ষ রোপনের বিভিন্ন সফলতা নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha