আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশকাল : জুন ২১, ২০২৪, ৯:৫৪ পি.এম
ফরিদপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যুঃ অপর একজন আহত

ফরিদপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া সাপের কামড়ে অপর একজন আহত হবার খবর পাওয়া গেছে।
জানা গেছে ফরিদপুরে পদ্মার চরে বাদাম ক্ষেতে রাসেলস ভাইপার এর ছোবলে কৃষক মোঃ হোসেন শেখ (৫০) মৃত্যুবরণ করেন।
এছাড়া অপর ব্যক্তি ইমারত জমাদার আহত হয়েছেন, তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের দূর্গম চরাঞ্চলের বাদাম ক্ষেতে একটি বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারি (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩৮ দাগ এলাকার পরেশউল্লা ব্যাপারির ছেলে। বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
এছাড়া বিকালে একই এলাকার ইমারত জমাদ্দার নামে এক ব্যাক্তিকে সাপে কামড়িয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খালেক মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান দুপুরে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মুরাদ মোল্যা একই ইউনিয়নের ঢোলার চরে বাদাম ক্ষেত দেখতে যান। গিয়ে দেখতে পান ক্ষেতের মধ্যে কিছু বাদাম গাছ নড়াচড়া করছে। একটু এগিয়ে গিয়ে দেখেন সাপ রয়েছে। তাৎক্ষনিক ক্ষেতে থাকা একটি ডাল দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন তিনি। পরে সিএন্ডবি ঘাট এলাকায় সাপটি নিয়ে আসেন এবং ঘাটের পাশেই মাটিতে পুতে ফেলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha