চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার। এর আগে সকালে নিজ বাড়ির পাশের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মহল্লার নিজামুল হক লেবুর ছেলে হযরত আলী (২৫)। হযরত আলী শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায়, স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবনযাপন করছিলেন হযরত আলী। এরই মধ্যে বুধবার তিনি বাড়িতে আসেন। এরপর রাতেই আবার বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে বাড়ির পাশের একটি আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ওসি জানান, গাছের ডালে কাপড়ের কিছু অংশ ও হযরত আলীর গলায় কাপড় বাঁধা ছিল। প্রাথমিক ধারণায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, ২০২০ সালে স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি ছিলেন হযরত আলী।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।