আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:২২ পি.এম || প্রকাশকাল : মে ৩০, ২০২১, ৭:৩৬ পি.এম
সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভেড়ামারায় জাসদ ছাত্রলীগেরউপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও মোকারিমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিম হোসেনসেবুল'র উপর নৃশংস ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র লীগের উদ্যোগে আজ রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করে।
পরে তারা জাসদের কার্যালয়ের সামনে উপজেলাছাত্রলীগের সহ সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে বিশাল প্রতিবাদ সভা করে ।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিকসম্পাদক অসিত সিংহ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, ছাত্রলীগেরসাধারণ সম্পাদক তুষার আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক ছাত্র লীগের সভাপতি বকুল হোসেন, সাজেদুল ইসলাম তুহিন,হুমায়ুন কবির জনি,সুমন আলী, মিনারুল ইসলাম,মোস্তাফিজুর রহমান শোভন, সাজ্জাদ হোসেনসজীব, নাজরান আল নাফিউ প্রত্যাশা, ইয়ামিন খান, কলেজ শাখার সভাপতি মিলন আলী, সাধারণসম্পাদক সাফিন আহমেদ এবং তুর্য প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হামলায় জড়িতদের গ্রেফতারসহ কঠোরআইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আলী বলেন, ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা নাহলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha