পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় "চলো করি বৃক্ষরোপন, গড়ে তুলি সবুজ ভুবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্রাঙ্গনের বিভিন্ন আঙ্গিনায় জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
কর্মসূচী তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের ১২০ টি চারা রোপন করা হয়।
এসময় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আমাদের দেশে গোটা বর্ষাকাল ধরেই চলে বৃক্ষরোপণ আর এটি গুরুত্বপূর্ণ। কারণ সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।
পৃথিবীতে প্রাণবৈচিত্র সুরক্ষিত রাখতেও এর কোন গতি নেই বৃক্ষের প্রতি ভালোবাসা রেখে প্রতিনিয়ত বৃক্ষ রোপনে উৎসাহিত হতে হবে।
এই কর্মসূচীর মধ্য দিয়ে জেলার ৯ উপজেলায় পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha