আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৬:৪৫ পি.এম || প্রকাশকাল : জুন ১৩, ২০২৪, ৭:১৮ পি.এম
গোয়ালন্দে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২১ জন জেলের মাঝে বকনা বাছুর প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বক্তব্য রাখেন ও জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন।
জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়নে তালিকাভুক্ত ২১জন জেলের মধ্যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো.। হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তফা আল রাজীব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha