আজকের তারিখ : জানুয়ারী ২১, ২০২৫, ৫:২৩ এ.এম || প্রকাশকাল : জুন ১১, ২০২৪, ৮:০৮ পি.এম
খোকসায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরণ
কুষ্টিয়ার খোকসায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরণ এবং অনূর্ধ্ব১৫ কাবাডি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ। মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ মাঠে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, ক্রিড়া পরিদপ্তরের বার্ষিক ক্রিড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় কুষ্টিয়া জেলার খোকসায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ এবং কাবাডি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া অফিসার তানভীর হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান, খোকসা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল হক, খোকসা প্রেসক্লাবের সম্পাদক সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আইভিন আরা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কলোকাকলি মাধ্যমিক বিদ্যালয় এয় ক্রীড়া শিক্ষক সাহেব আলী, শোমসপুর উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।
অনুর্ধ ১৫ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শোমসপুর উচ্চ বিদ্যালয়, রানারআপ হয়েছে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। এর আগে সকালে কলেজে হলরুমে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছে আবু সুফিয়ান, মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে তৌহিদুর রহমান, কলেজ পর্যায় প্রথম হয়েছে আদিয়াত। মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২৫ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha