মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে আজ রোববার সকাল সাড়ে ৯ টায় শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাসের সভাপতিত্বে চিনিকলের সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপপনা পরিচালক (এমডি) কৃষিবিদ গোলাম কবির।
বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নরে সাধারন সম্পাদক কাজল বসু, সহ সাধারন সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মোল্যা, শ্রমিক নেতা সুভাষ রায়, মনিরুল ইসলাম ,উজ্জল শেখ, আমিরুল ইসলাম, কিবরিয়া হোসেন প্রমুখ।
সাধারন সম্পাদক কাজল বসু বলেন, যার যার অবস্থান তেকে স্ব-স্ব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। কাজে কোন গাফিলতি করা যাবে না। মিলটিকে বাচিঁয়ে রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কৃষিবিদ গোলাম কবির বলেন, ফরিদপুর চিনিকল একটি সম্ভবনাময় চিনিকল। আখের উৎপাদন বাড়িয়ে চিনিকলটি টিকিয়ে রাখতে হবে এবং খরচের পরিমান কমাতে হবে।
বক্তারা আগামী আখ মাড়াই মৌসুমে উৎপাদন অব্যাহত রেখে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া ফরিদপুর চিনিকলটি টিকিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha