আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশকাল : জুন ১১, ২০২৪, ১:৫৬ পি.এম
নলছিটিতে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রবিবার (১১জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের মাঠ প্রাঙ্গনে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারিপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার শিরিন আকতার ও নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মুরাদ আলী।
উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান,৩ দিন ব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। আগামী ১৩জুন পর্যন্ত মেলা চলবে।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha