আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশকাল : মে ২৯, ২০২১, ১:৩২ পি.এম
বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে জুলিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জুলিয়া বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চালিনগর উত্তরপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে।
শিশুটির আত্মীয় মো. নাজমুল হক বলেন, জুলিয়া শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উঠানে খেলা করতে করতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকেরা তাকে পুকুর থেকে উদ্ধার করে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha