কুষ্টিয়ার ভেড়ামারায় কচুর বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভাল পাওয়ায় কচু চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে।
ভেড়ামারা কৃষি অফিস সূত্রে জানা যায়, কচুর আবাদ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার ৭ হেক্টর জমিতে লতিকচু ও দেশি কচুসহ বিভিন্ন জাতের কচুর আবাদ হয়েছে।
ভেড়ামারা উপজেলার মােকারিমপুর ইউনিয়নের গােলাম নগর বাঙ্গাল পাড়া গ্রামের কৃষক আব্দুল আলীম বলেন, দুই বিঘা জমিতে কচু চাষ করেছেন। এবার কচুর ফলন গতবারের চেয়ে বেশি হচ্ছে। বর্তমানে বাজারে দেশি কচু ১শ’ আর কচুর লতি ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে এসব কচু।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, কচু চাষের প্রতি উপজেলার কৃষকের দিন দিন আগ্রহ বাড়ছে। কম খরচ ও অল্প সময়ের মধ্যে অধিক ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষক অতি সহজেই তার ক্ষতি পুষিয়ে নিতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha