আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ৮:৩২ পি.এম || প্রকাশকাল : জুন ৯, ২০২৪, ৫:৫৩ পি.এম
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় ড্রেজার সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ফরিদপুরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালি উত্তোলনের সময় ওই ড্রেজারের চালক ও গ্রীজারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই লোড ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ড্রেজার চালক হেলাল হাওলাদার (৩২) ও গ্রীজারম্যান রাকিব গাজী (২০)। তাদের বাড়ি খুলনার দাকোপ থানার খেজুরিয়া ও নলিনিয়া গ্রামে।
এ ব্যাপারে সিএন্ডবিঘাটের নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালি থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৫।
মামলার এজাহারে এএসআই মনিরুল উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনকারী
দের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার সময় তাদের আটক করা হয়। তাদের হেফাজত হতে একটি ড্রেজার জব্দ করা হয় যার গায়ে কোন নাম লেখা নাই এবং কোন এম নম্বর নাই।
এএসআই মনিরুল বলেন, গ্রেফতারকৃতরা বালি উত্তোলন সংক্রান্ত কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। পরে জব্দকৃত লোডমেশিন সহ থানায় হাজির হয়ে তিনি এব্যাপারে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রোববার তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ধারা ২৮৩/৪৩১ তৎসহ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া লোড ড্রেজারটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha