কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আখড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমদপুর গ্রামে গঙ্গা-কপোতাক্ষ নদের পাড়ের ওই আখড়া ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।
সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, কে বা কারা, কেন এটা ভাঙল তা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আখড়াটি ছিল আহমদপুর গ্রামের নিশান আলী বাউলের। এ বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আখড়াটি ভেঙে মাটিতে মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। সরকারি খালের ওপর এটি গড়ে তোলা হয়েছিল। আখড়াটি গ্রাম থেকে অনেক দূরে হওয়ায় কখন ভাঙা হয়েছে, তা কেউ দেখেননি। ওখানে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।
ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘সরকারি জায়গা গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ক্যানালের ওপর চার পাশে পাটখড়ির বেড়া এবং ওপরে টিন দিয়ে আখড়াটি তৈরি করা হয়। সাধুরা রাতে আসর বসাতেন। তবে ওখানে কেউ থাকেন না। রাতের অন্ধকারে কে কা কারা আগুন ধরিয়ে দিয়েছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে গিয়ে দেখি ভাঙা টিন পড়ে আছে। কে বা কারা ভেঙেছে, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে পোড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান বলেন, বাউলের আখড়া ভাঙচুরের বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha