আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশকাল : মে ২৯, ২০২১, ১১:৫২ পি.এম
মহম্মদপুরের পারুয়ারকুল মহাশ্মশানে অগ্নি সংযোগের প্রধান আসামী গ্রেফতার।

মহম্মদপুর থানাধীন পারুয়ারকুল গ্রামস্থ ৮পাড়া সম্মিলিত মরাবিলা মহাশ্মশান শ্রী সীতা পাগলের আশ্রমে গত ২৮ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ দিবাগত রাত্রে অগ্নি সংযোগের মাধ্যমে অনিষ্ঠ সাধন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাথে জড়িত মূল আসামী মোঃ মফিজুর রহমান (৩৭) আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
আতটকৃত মোঃ মফিজুর রহমান মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কেরিনগর গ্রামের মোঃ আঃ ছালাম এর ছেলে।
মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামের দিক নির্দেশনা ও তদারকিতেমহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী রিপন সঙ্গীয় ফোর্স সহ মহম্মদপুর থানাধীন কেরিনগর এলাকা থেকে শুক্রবার (২৮ মে ২০২১ খ্রিঃ) দিবাগত রাত্রে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামী ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক লোমহর্ষক বর্ণনা প্রদান করে। আসামীকে আজ (শনিবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপ্রণোদিতভাবে দোষস্বীকার মূলক জবানবন্দী প্রদান করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha