আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশকাল : জুন ৮, ২০২৪, ১২:১৩ এ.এম
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইকো পার্কে বৃক্ষ রোপণ সহ কানুদার খালের কচুরিপানা পরিষ্কার

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার অদূরে প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্য দেড় কিলোমিটার কানুদার খালের কচুরিপানা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরণ এবং খাল সংলগ্ন ইকো পার্কে বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৭ জুন সকাল ৮ টা থেকে শালিখা আড়পাড়া কানুদার খালের পাড়ে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই কার্যক্রম চলে।শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এছাড়াও উপস্থিত ছিলেন,শালিখা থানা ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ,জেলা পরিষদ সদস্য (শালিখা) মুন্সি আবু হানিফ,শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড.সজীব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার,ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার,শতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু সরদার শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াস শিকদার প্রমুখ, ও বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠন সহ গণমাধ্যম কর্মীরা।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলাকে বৃক্ষ রোপণ কার্যক্রমের মাধ্যমে সবুজে সমারোহ করতে হবে।তিনি মাগুরা জেলার প্রতিটা মানুষকে অন্তত তিনটি করে ফলজ,বনজ ও ঔষধী গাছ লাগাতে উদ্বুদ্ধ করার আহবান জানান।এছাড়াও তিনি শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীকে কানুদার খালের কচুরিপানা পরিষ্কারকরণ ও তিন হাজার প্রজাতির বৃক্ষ রোপণ এবং কানুদার খালে মাছের পোনা অবমুক্তকরণের এমন ভালো কাজের জন্য প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha